গীতিকার: লালন ফকির
শিরোনাম: ডুবে দেখ নবীর দ্বীনে নিষ্ঠা হয়ে মন
ডুবে দেখ নবীর দ্বীনে নিষ্ঠা হয়ে মন ।
নইলে ঘিরবে এসে কাল শমন ॥
সাকারে নয় লীলায় ছিলো চার তরিকা তখন হলো ।
কুদরতির পর আসন ছিলো কুদরতি বুঝবি কেমন ॥
সাঁইকে যে না চেনে তারে নৌকায় নেবে কেনে ।
ফেলে দেবে ঘোর তুফানে মরবি তখন ॥
ছোট মুখে যায়না বলা এতই সাঁইয়ের আজব লীলা
সিরাজ সাঁই কয় দমের মালা জপোরে লালন ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা