গীতিকার: লালন ফকির
শিরোনাম: এ বড় আজব কুদরতি
এ বড় আজব কুদরতি ।
আঠারো মোকামের মাঝে জ্বলছে একটি রুপের বাতি ।।
কি বা সে কুদরতি খেলা জলের মাঝে অগ্নিজ্বলা ।
খবর জানতে হয় নিরালা নীরে ক্ষীরে আছে জ্যোতি ।।
ছনিমণি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে ।
তিন সময় তিন যোগ সে ধরে যে জানে সে মহারথী ।।
থাকতে বাতি উজ্জলাময় দেখনা যার বাসনা হৃদয় ।
লালন কয় কখন কোন সময় অন্ধকারে হবে বসতি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৫৮