গীতিকার: লালন ফকির
শিরোনাম: এ কী আসমানি চোর ভাবের শহর লুটছে সদাই
এ কী আসমানি চোর ভাবের শহর লুটছে সদাই ।
তার আসা যাওয়া কেমন রাহা কে দেখেছো বলো আমায় ।।
শহর বেড়ে অগাধ দোরে মাঝখানে ভাবের মন্দিরে সেই নিগম জায়গায় ।
তার পবন দ্বারে চৌকি ফেরে এমন ঘরে চোর আসে যায় ।।
এক শহরে চব্বিশ জেলা দাগছেরে কামান দুবেলা বলিয়ে জয় জয় ।
ধন্য চোরে এ ঘর মারে করেনা সে কাহারো ভয় ।।
মনবুদ্ধির অগোচর চোরা বললে কী বুঝবি তোরা আজ আমার কথায় ।
লালন বলে ভাবুক হলে ধাক্কা লাগে তাইরি গায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা