গীতিকার: লালন ফকির
শিরোনাম: এ কী অনন্ত লীলা তার দেখো এবার
এ কী অনন্ত লীলা তার দেখো এবার ।
আলক পুরুষ খাকে বারি ক্ষণেক ক্ষণেক হয় নিরাকার ।।
আছে সাঁই নিরাকারে ছিলো কুদরতের জোরে ।
সংসার সৃজনের তরে ধরিলো প্রকৃতি আকার ।।
শুনি সাঁই করিম কায় তার কার অংশে তিন আকার ।
কারে ভজে কারে পাবো দিশে পাইনে তার ।।
ভেবে পাইনে তার অন্বেষণ মনে কিবা পাবো তখন ।
বিনয় করে বলছে লালন ঘুচাও মনের ঘোর অন্ধকার ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৭২