গীতিকার: লালন ফকির
শিরোনাম: এইবেলা তোর ঘরের খবর নেরে মন
এইবেলা তোর ঘরের খবর নেরে মন ।
কেবা জাগে কেবা ঘুমায় কে তোরে দেখায় স্বপন ।।
শব্দের ঘরে কে বারাম দেয় নিঃশব্দে কে আছে সদাই ।
যেদিন হবে মহাপ্রলয় কে কারে করে দমন ।।
দেহের গুরু আছে কেবা শিষ্য হয়ে কে দেয় সেবা ।
যেদিনেতে জানতে পাবা কোলের ঘোর যাবে তখন ।।
যে ঘরামি বেধেছে কোনখানে সে বসে আছে ।
সিরাজ সাঁই কয় তাই না খুজে দিন তো বয়ে যায় লালন ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৬১