গীতিকার: লালন ফকির
শিরোনাম: এই বেলা তোর মনের মানুষ চিনে সাধন কর
এই বেলা তোর মনের মানুষ চিনে সাধন কর ।
মানুষ পালাইবে দেহ ছেড়ে পড়ে রবে শূণ্য ঘর ।।
ঘরের মধ্যে তো তিন তেরো আর কোন দরজা করেছো সার ।
ঘরের মধ্যে বাস্তুখুটি সেইটা করগে মূলাধার ।।
ডুবে থাকগে রুপসাগরে বসত করগে যুতের ঘরে ।
লালন বলে মনের মানুষ চেনা হলো ভার ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৬২