গীতিকার: লালন ফকির
শিরোনাম: এই দেশেতে এই সুখ হলো আবার কোথায় যাই না জানি
এই দেশেতে এই সুখ হলো আবার কোথায় যাই না জানি ।
পেয়েছি এক ভাঙ্গা তরী জনম গেলো সেচতে পানি ।।
আর কিরে এই পাপীর ভাগ্যে দয়াল চাঁদের দয়া হবে ।
আমার দিন এই হালে যাবে বইয়ে পাপের তরণী ।।
আমি বা কার কেবা আমার প্রাপ্তবস্তু ঠিক নাহি তার ।
বৈদিক মেঘে ঘোর অন্ধকার উদয় হয়না দিনমণি ।।
কার দোষ দেবো এই ভুবনে হীন হয়েছি ভজন বিনে ।
লালন বলে কতদিনে পাবো সাঁইয়ের চরণ দুখানি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৪৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৬০