গীতিকার: লালন ফকির
শিরোনাম: এই মানুষে সেই মানুষ আছে
এই মানুষে সেই মানুষ আছে ।
কত মুনি ঋষি যোগী তপস্বী তারে খুজে বেড়াচ্ছে ।।
জলে যেমন চাঁদ দেখা যায় ধরতে গেলে হাতে কে পায় ।
আলক মানুষ অমনই সদাই আছে আলকে বসে ।।
অচিন দলে বসতি যার দ্বিদলপদ্মে বারাম তার ।
দল নিরুপণ হবে যাহার সে রুপ দেখবে অনাসে ।।
আমার হলো বিভ্রান্ত মন বাইরে খুজে ঘরের ধন ।
সিরাজ সাঁই কয় ঘুরবি লালন আত্মতত্ব না বুঝে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৬৪