গীতিকার: লালন ফকির
শিরোনাম: এই সুখে কি দিন যাবে
এই সুখে কি দিন যাবে ।
একদিন হুজুরে হিসাব দিতে যে হবে ।।
হুজুরে মন তোর আছে কবুলতি মনে কি পড়েনা সেটি ।
বাকীর দায়ে কখন এসে শমন তিলেকে তরঙ্গ তুফান ঘটাবে ।।
আইনমাফিক নিরিখ দিতে মন কেন এত আড়িগুড়ি তোর এখন ।
পত্তন যে সময় হইলে জমায় নিরীখ ভারি কি পাতলা দেখো নাই ভেবে ।।
ছাড়ো ছাড়ো ও মন ছাড়ো রে বিকার সরল হয়ে যোগাও রাজকর ।
এবার হলে বাকী উপায় না দেখি লালন বলে দায়মাল হবি মন তবে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা