গীতিকার: লালন ফকির
শিরোনাম: এক ফুলে চার রঙ ধরেছে
এক ফুলে চার রঙ ধরেছে ।
ফুলের ভাব নগরে কী শোভা করেছে ।।
মূল ছাড়া সে ফুলের লতা ডাল ছাড়া তার আছে পাতা ।
এ বড়ো অকৈতব কথা ফুলের মর্ম কই কার কাছে ।।
কারণবারির মধ্যে সে ফুল ভেসে বেড়ায় একূল ওকূল ।
শ্বেতবরণ এক ভ্রমর ব্যাকুল ঘুরছে সে ফুলের মধুর আশে ।।
ডুবে দেখ দেল দরিয়ায় যে ফুলে নবীর জন্ম হয় ।
সে ফুল তো সামান্য ফুল নয় লালন কয় যার মূল নাই দেশে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৪৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৬৭