গীতিকার: লালন ফকির
শিরোনাম: এক অজান মানুষ ফিরছে দেশে তারে চিনতে হয়
এক অজান মানুষ ফিরছে দেশে তারে চিনতে হয় ।
তারে মানতে হয় ।।
শরীয়তের বেনা যাতে জানেনা তা শরীয়তে ।
জানা যাবে মারেফতে যদি মনের বিকার যায় ।।
মূলছাড়া এক আজগুবি ফুল ফুটেছে ভাবনদীর কূল ।
চিরদিন এক রসিক বুলবুল সেই ফুলে মধু খায় ।।
শুনেছি সেই মানুষের খবর আলিফের জের মীমের জবর ।
লালন বলে হোসনে পামর মুর্শিদ ভজলে জানা যায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৬৫