গীতিকার: লালন ফকির
শিরোনাম: একবার আল্লাহ বলো মনরে পাখি
একবার আল্লাহ বলো মনরে পাখি
ভবে কেউ কারো নয় দুখের দুখি ।।
ভুলো নারে ভবের ভ্রান্ত কাজে আখেরে সব কাণ্ড মিছে ।
ভবে আসতেও একা যেতেও একা এ ভব পিরীতের ফল আছে কী ।।
হাওয়া বন্ধ হলে সম্বন্ধ কিছু নাই ঘরের বাহির করেন গো সবাই ।
সেদিন কেবা আপন পর কে তখন দেখে শুনে খেদে ঝরে আঁখি ।।
গোরের কিনারায় যখন লয়ে যায় কাঁদিয়া সবাই প্রাণ ত্যাজিতে চায় ।
ফকীর লালন বলে কারো গোরে কেউ না যায় থাকতে হয় সবার একাকী ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা