গীতিকার: লালন ফকির
শিরোনাম: একদিনও পারের ভাবনা ভাবলিনা রে
একদিনও পারের ভাবনা ভাবলিনা রে ।
পার হবি হীরের সাঁকো কেমন করে ।।
বিনা কড়ির সওদা কেনা মুখে আল্লার নাম জপনা ।
তাতেও যদি অলসপনা দেখি তোরে ।
এক দমের ভরসা নাই কখন কি করেন গোসাঁই ।
তখন কার দিবি দোহাই কারাগারে ।।
ভাসাও অনুরাগের তরী মুর্শিদকে করো কাণ্ডারী ।
লালন বলে যার যার পাড়ি যাওনা সেরে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৬৭