গীতিকার: লালন ফকির
শিরোনাম: এমন মানব জনম আর কি হবে
এমন মানব জনম আর কি হবে ।
দয়া করো গুরু এবার এই ভাবে ।।
অনন্তরুপ সৃষ্টি করলেন সাঁই মানবরুপের উত্তম কিছু নাই ।
দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে ।।
কত ভাগ্যের ফলে না জানি পেয়েছো এই মানবতরণী ।
বেয়ে যাও ত্বরায় তরী সুধারায় যেন ভরা না ডোবে ।।
এই মানুষে হবে মাধুর্য ভজন তাইতে মানবরুপ গঠলেন নিরঞ্জন ।
এবার ঠকলে আর না দেখি কিনার অধীন লালন কয় কাতরভাবে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৭৯