গীতিকার: লালন ফকির
শিরোনাম: এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা
এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা ।
শুদ্ধ বাকীর দায় যাবি যমালয় হবেরে কপালে দায়মাল ছাপা ।।
কীর্তিকর্মা সেহি ধনী অমূল্য মানিকমণি তোরে করলেন কৃপা ।
সে ধন এখন হারালি রে মন এমনই তোর কপাল বেওফা ।।
আনন্দবাজারে এলে ব্যাপারে লাভ করবে বলে এখন সারলে সে দফা ।
কুসঙ্গেরই সঙ্গে মজে কুরঙ্গে হাতের তীর হারায়ে হলিরে ফ্যাপা ।।
দেখলিনে মন বস্তু ঢুড়ে কাঠের মালা নেড়েচেড়ে মিছে নাম জপা ।
লালন ফকীর কয় কি হবে উপায় বৈদিকে রলো জ্ঞানচক্ষু ঝাপা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৭৬