গীতিকার: লালন ফকির
শিরোনাম: এসেছো রে মন যে পথে
এসেছো রে মন যে পথে ।
যেতে হবে সেই পথে ।।
মোহমায়ায় ভুলে রলি আজ কাল বলে দিন ফুরালি ।
করো ঐ নামে কৃতাঞ্জলি যদি সময় হয় তাতে ।।
সেই পথের নাম ত্রিবেণীর ঘাট বাঘে সর্পে ধরেছে বাট ।
রসিকজনা সেই ঘাটের তট মনা যাচ্ছে তার সাথে ।।
সেই পথেতে তিনটি মরা পেলে মানুষ খাচ্ছে তারা ।
লালন বলে মরায় মরা খেলছে খেলা তার সাথে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা