গীতিকার: লালন ফকির
শিরোনাম: এসো হে অপারের কাণ্ডারী
এসো হে অপারের কাণ্ডারী ।
পড়েছি অকূল পাথারে দাও এসে চরণতরী ।।
প্রাপ্তপথ ভুলে এবার ভবরোগে ভুগবো কত আর ।
তুমি নিজগুণে শ্রীচরণ দাও তবে কুল পেতে পারি ।।
ছিলাম কোথায় এলাম হেথায় আবার আমি যাই যেন কোথায় ।
তুমি মনোরথের সারথী হয়ে স্বদেশে লও মনেরই ।।
পতিতপাবন নাম তোমার গোসাঁই কত পাপীতাপী তাইতে দেয় দোহাই ।
লালন ভনে তোমা বিনে ভরসা কারে করি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৮২