গীতিকার: লালন ফকির
শিরোনাম: এসো হে প্রভু নিরঞ্জন
এসো হে প্রভু নিরঞ্জন ।
এ ভবতরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন ।।
তুমি ভক্তি তুমি মুক্তি অনাদির হও আদ্যশক্তি ।
দাওহে আমায় ভক্তির শক্তি যাতে তৃপ্ত হয় ভবজীবন ।।
ধ্যানযোগে তোমারে দেখি তুমি সখা আমি সখি ।
মম হৃদয় মন্দিরে থাকি দাও ঐরুপ দরশন ।।
ত্রিগুণে সৃজিলেন সংসার লীলা দেখে কয় লালন তার ।
ছিদরাতুল মোনতাহার উপর নূর তাজাল্লার হয় আসন ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৮৩