গীতিকার: লালন ফকির
শিরোনাম: এসো পার করো দয়াল আমায় ভবের ঘাটে
এসো পার করো দয়াল আমায় ভবের ঘাটে ।
ভবনদীর তুফান দেখে ভয়ে প্রাণ কেপে ওঠে ।।
পাপপুণ্যি যতই করি ভরসা কেবল তোমারই ।
তুমি যার হও কাণ্ডারী ভবভয় তার যায় ছুটে ।।
সাধনার বল যাদের ছিলো তারাই কূলকিনারা পেলো ।
আমার দিন অকাজে গেলো কী জানি হয় ললাটে ।।
পুরাণে শুনেছি খবর পতিতপাবন নামটিরে তোর ।
লালন কয় আমি পামর তাইতে দোহাই দিই বটে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৩৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৮৫