গীতিকার: লালন ফকির
শিরোনাম: এসব দেখি কানার হাটবাজার
এসব দেখি কানার হাটবাজার ।
বেদবিধির পর শাস্ত্র কানা আর এক কানা মন আমার ।।
পণ্ডিত কানা অহঙ্কারে মাতবর কানা চোগলখোরে ।
আন্দাজি এক খুটি গাড়ে জানেনা সীমানা কার ।।
এক কানা কয় আর এক কানারে চলো যাই ভবপাড়ে ।
নিজে কানা পথ চেনেনা পরকে ডাকে বারংবার ।।
কানায় কানায় ওলামেলা বোবাতে খায় রসগোল্লা ।
লালন তেমনই মদনা কানা ঘুমের ঘোরে দেয় বাহার ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৭০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৮৪