গীতিকার: লালন ফকির
শিরোনাম: ফ্যার পলো তোর ফকীরি তে
ফ্যার পলো তোর ফকীরি তে ।
যে ঘাট মরা ফিকির ফাকার মন ডুবে মলি সেই ঘাটেতে ॥
ফকীরি সেই এক নাচাড়ি অধর ধরে দিতাম বেড়ি ।
পাস্তানি খোলা দোয়াড়ি তাই দেখে রেখেছো পেতে ॥
না জেনে ফিকির আটা শিরেতে পড়ালাম জটা ।
সার হলো ভাঙ ধুতরা ঘোটা ভজন সাধন সব চুলাতে ॥
ফকীরি ফিকিরি করা হতে হবে জ্যান্তে মরা ।
লালন ফকীর নেংটি এড়া আইট বসেনা কোনো মতে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৮১