গীতিকার: লালন ফকির
শিরোনাম: ফকীরি করবি ক্ষ্যাপা কোন রাগে
ফকীরি করবি ক্ষ্যাপা কোন রাগে ।
হিন্দু মুসলমান রয় দুই ভাগে ॥
বেহেস্তের আশায় মোমীনগণ হিন্দুদের স্বর্গেতে মন ।
টল কি সে অটল মোকাম লেহাজ করে জান আগে ॥
ফকীরি সাধন করে খোলসা রয় হুজুরে ।
বেহেস্তসুখ ফাটক সমান শরায় ভালো তাই লাগে ॥
অটল প্রাপ্তি কীসে হয় মুর্শিদের ঠাই জানা যায় ।
সিরাজ সাঁই কয় লালন ভেড়ো ভুগিসনে ভবের ভোগে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৮০