গীতিকার: লালন ফকির
শিরোনাম: গেড়ো গাঙ্গেরে ক্ষ্যাপা হাপুর হুপুর ডুব পাড়িলে
গেড়ো গাঙ্গেরে ক্ষ্যাপা হাপুর হুপুর ডুব পাড়িলে ।
এবার মজা যাবে বোঝা কার্তিকের উলানের কালে ।।
কুতবি যখন কফের জ্বালায় তাগা তাবিজ বাধরি গলায় ।
তাতে কি রোগ হবে ভালাই মস্তকের জল শুষ্ক হলে ।।
বাইচালা দেয় ঘড়ি ঘড়ি ডুব পাড়িস কেন তাড়াতাড়ি ।
প্রবল হবে কফের নাড়ি যাতে হানি জীবনমূলে ।।
ক্ষান্ত দেরে ঝাপুই খেলা শান্ত হওরে ও মন ভোলা ।
লালন কয় আছে বেলা দেখলিনা রে চক্ষু মেলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩০৭