গীতিকার: লালন ফকির
শিরোনাম: ঘরে বাস করে সে ঘরের খবর নাই
ঘরে বাস করে সে ঘরের খবর নাই ।
চারযুগে ঘর চাবি আটা ছোড়ান পরের ঠাই ॥
কলকাঠি যার পরের হাতে তার ক্ষমতা কি এ জগতে ।
লেনাদেনা দিবারাতে পরে পরের ভাই ॥
এ কী বেহাত আপন ঘরে থাকতে রতন হই দরিদ্র রে ।
দেয় সে রতন হাতে ধরে তারে কোথা পাই ॥
ঘর থুয়ে ধন বাইরে খোজা বয় সে যেমন চিনির বোঝা ।
পায় নারে সে চিনির মজা বলদ য্যাছাই ॥
পর দিয়ে পর ধরাধরি সে পর কই চিনতে পারি ।
লালন বলে হায় কী করি না দেখি উপায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৩১