গীতিকার: লালন ফকির
শিরোনাম: ঘরে কি হয়না ফকীরি
ঘরে কি হয়না ফকীরি ।
কেন হলিরে নিমাই আজ দেশান্তরী ॥
ভ্রমে বারো বসে তেরো বসে গেলে হয় ।
সেও তো কথা নয় মন না হলে নির্বিকারি ॥
মন না মুড়ে কেশ মুড়ালে তাতে কি রতন মেলে ।
মন দিয়ে মন বেঁধেছে যেজন তারই কাছে সদাই বাঁধা হরি ॥
ফিরে চলরে ঘরে নিমাই ঘরে সাধলেও হবে কামাই ।
বলে এই কথা কাঁদে শচীমাতা ফকীর লালন বলে লীলে বলিহারি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৯৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা