গীতিকার: লালন ফকির
শিরোনাম: ঘরের চাবি পরের হাতে
ঘরের চাবি পরের হাতে ।
কেমনে খুলিবো সে ধন দেখবো চোখেতে ॥
আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনাদেনা ।
আমি হলাম জন্মকানা না পাই দেখিতে ॥
রাজি হলে দারোয়ানি দ্বার ছাড়িয়ে দেবেন তিনি ।
তারে বা কই চিনি জানি বেড়াই কুপথে ॥
এই মানুষে আছে রে মন যারে বলে মানুষ রতন ।
লালন বলে পেয়ে সে ধন না পাই চিনিতে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৩২