গীতিকার: লালন ফকির
শিরোনাম: ঘরের মধ্যে ঘর বেধেছেন মনমোহিনী মনোহরা
ঘরের মধ্যে ঘর বেধেছেন মনমোহিনী মনোহরা ।
ঘরের আট কুঠুরি নয় দরজা আঠারো মোকাম চৌদ্দ পোয়া
দুই খুটিতে পাড়া সুসারা ॥
ঘরের বায়ান্ন বাজার তেপ্পান্ন গলি কোন মোকামের কোথা চলি ।
ঐ বাজারে বেচাকেনা করে মনচোরা ॥
ঘরের মটকাতে আছে নামটি তার অধরা ।
ফকীর লালন বলে ঐ রুপ নিহারী অনুরাগী যারা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা