গীতিকার: লালন ফকির
শিরোনাম: গোল করোনা গোল করোনা ওগো নাগরী
গোল করোনা গোল করোনা ওগো নাগরী ।
দেখ দেখি ঠাউরে দেখি কেমন ঐ গৌরাঙ্গ হরি ।।
সাধু কী ও যাদুকরী এসেছে এই নদেপুরী ।
খাটবেনা হেথায় ভারিভুরি তাই ভেবে মরি ।।
বেদ পুরাণে কয় সমাচার কলিতে আর নাই অবতার ।
যে কয় সেই গিরিধর এসেছে নদেপুরী ।।
বেদে যা নাই তা যদি হয় পুঁথি পড়ে কেন মরতে যায় ।
লালন বলে ভজবো সদাই ঐ গৌরহরি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩১১