গীতিকার: লালন ফকির
শিরোনাম: গোপাল আর গোষ্ঠে যাবেনা
গোপাল আর গোষ্ঠে যাবেনা ।
যা রে যা বলাই তোরা সবে যা ।।
কুস্বপন দেখেছি যে গোপাল যেন হারিয়েছে ।
বনে বনে ফিরছি কেঁদে খুজে পেলাম না ।।
অভাগিনীর আর কেহ নাই সবেমাত্র একা কানাই ।
সে ধনহারা হইয়ে বলাই কীসের ঘরকান্না ।।
বনে আছে অসুরের ভয় কখন যেন কী দশা হয় ।
দিবারাতে তাইতে সদায় সন্দেহ মেটেনা ।।
ভেবে ও পবিত্র বচন শুনে খেদে ঝোরে লালন ।
কী ছলে তার গমনাগমন দিশে হলোনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৯০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা