গীতিকার: লালন ফকির
শিরোনাম: গোপালকে আজ মারলি গো মা কোন পরাণে
গোপালকে আজ মারলি গো মা কোন পরাণে ।
সে কি সামান্য ছেলে তাই ভাবলি মনে ।।
দেবের দুর্লভ গোপাল চিনেনা যার ফ্যারের কপাল ।
যে চরণ আশায় শ্মশানবাসী হয় দেবাদিদেব শিব পঞ্চাননে ।।
একদিন যার ধেনু হরে নিলো ব্রহ্মা পাতালপুরে ।
তাতে ব্রহ্মা দোষী হয় সবাই জানতে পায় তুমি জানোনা এই বৃন্দাবনে ।।
যোগেন্দ্র মহেন্দ্রাদি যোগসাধনে না পায় নিধি ।
সেই কৃষ্ণধন তোমারই পালন লালন বলে একী ঘোর এখানে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৬৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩০৯