গীতিকার: লালন ফকির
শিরোনাম: গোপনে রয়েছে খোদা তারে চিনোনি
গোপনে রয়েছে খোদা তারে চিনোনি ।
কাম গোপন প্রেম গোপন লীলা গোপন নিত্য গোপন
দেহেতে তোর মক্কা গোপন তাও হইলো জানাজানি ॥
আহাদে আহমদ গোপন মীমে দেখো নূর গোপন ।
নামাজে হয় মারফত গোপন তাও আবার জানো নি ॥
আছে আরশ কুরসি লওহ কালাম গোপনতাই বলে ফকীর লালন ।
উপরে আল্লা গোপন পীরের নিশানী ॥

তথ্য