গীতিকার: লালন ফকির
শিরোনাম: গড় মুসল্লি বলছো কারে
গড় মুসল্লি বলছো কারে ।
ঠিক মুসল্লি বলছো কারে মুসল্লি এই সংসারে ।।
শুনবো সাঁইয়ের নিগূঢ় কথা আশা তসবীর জন্ম কোথা ।
কোথায় পেলে গলার খিরকা তাজ মাথায় পরালো কেরে ।।
একটি মরার পাঁচটি কাল্লা কাল্লায় কাল্লায় বলছে আল্লা ।
কোন কাল্লায় হয় রসুল আল্লা সর্বদা নাম জপিলো রে ।।
তহবন পড়ে হলে খাটি উপরে কোপনী নীচে নেংটি ।
লালন বলে এসব ফষ্টি খাটবেনা রে সাধুর দ্বারে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩০৬