গীতিকার: লালন ফকির
শিরোনাম: গরল ছাড়া মানুষ আছে কে রে
গরল ছাড়া মানুষ আছে কে রে।
সেই মানুষ জগতের গোড়া আলা কুল্লে সাঁই জাহির আছে রে॥
তিন আলিফে দিয়ে জবর হবে সেই মানুষের খবর।
করণ চৌদ্দ ভুবনের উপর সে কথা ব্যাক্ত আছে
যে রে॥
লা মোকামে আছে বারি জবরুতে হয় তার ফুকারী।
জাহের নয় সে রয় গভীরই জিহ্বাতে কে সে নাম করে
॥
সেই মানুষকে করো সাথী কাদির মাওলাকে চিনবে যদি।
লালন খোজে জন্মবধি মানুষ লুকায় পলকে
রে॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা
৩০৫