গীতিকার: লালন ফকির
শিরোনাম: গোষ্ঠে চলো হরি মুরারী
গোষ্ঠে চলো হরি মুরারী ।
লয়ে গোধন গোষ্ঠের কানন চলো গোকুলবিহারী ।।
ওরে ও ভাই কেলেসোনা চরণে নূপুর নে না ।
মাথায় মোহন চূড়া দে না ধরা পড়ো বংশীধারী ।।
তুই আমাদের সঙ্গে যাবি বনফল সব খেতে পাবি ।
আমরা মলে তুই বাঁচাবি তাই তোরে সঙ্গে করি ।।
যে ত্বরাবে এই ত্রিভুবনে সেহি যাবে গোষ্ঠের কানন ।
ঠিক রেখো মন অভয়চরণ লালন ঐ চরণের ভিখারী ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৯০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩১২