গীতিকার: লালন ফকির
শিরোনাম: গৌর আমার কলির আচার বিচার কি আইন আনিলে
গৌর আমার কলির আচার বিচার কি আইন আনিলে ।
কীভাবে হয়ে বৈরাগী গৌর কুলের আচার বিচার সব ত্যাজিলে ।।
হরি বলে গৌর রাইপ্রেমে আকুল হয় নয়নের জলে বদন ভেসে যায়
দেখে উহার দশা সবাই জ্ঞান নৈরাশা
আপনি কেঁদে জগতকে কাঁদালে ।।
এ ভাব জীবের সম্ভব নয় দেখে লাগে ভয়
চণ্ডালের প্রভু আলিঙ্গন দেয় নাই জাতের বোল বলে হরিবোল
বেদ পুরাণাদি সব ছাড়িলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩১৩