গীতিকার: লালন ফকির
শিরোনাম: গৌরপ্রেম অথৈ আমি ঝাপ দিয়েছি তাই
গৌরপ্রেম অথৈ আমি ঝাপ দিয়েছি তাই ।
এখন আমার প্রাণে বাঁচা ভার করি কি উপায় ।।
একেতে প্রেমনদীর জলে ঠাই মেলেনা নোঙর ফেলে ।
বেহুশেতে নাইতে গেলে কামকুম্ভীরে খায় ।।
ইন্দ্রবারি শাসিত করে উজান ভেটেন বাইতে পারে ।
সে ভাব আমার নাই অন্তরে কৈট সাধি কোথায় ।।
গৌরপ্রেমের এমনই ল্যাটা আসতে জোয়ার যেতে ভাটা ।
না বুঝে মুড়ালাম মাথা অধীন লালন কয় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩১৪