গীতিকার: লালন ফকির
শিরোনাম: গোয়াল ভরা পুষণে ছেলে বাবা বলে ডাকেনা
গোয়াল ভরা পুষণে ছেলে বাবা বলে ডাকেনা ।
মনের দুঃখ মনই জানে সে অন্যে তা জানেনা
॥
মন আর তুমি মানুষ দুইজন এই দুজনাতেই প্রেম আলাপন ।
কখন সুধার হয় বরিষণ কখন গরল খেয়ে যন্ত্রণা
॥
মন আর তুমি একজন হলে অনায়াসে অমূল্য ধন মেলে ।
একজনাতে আর একজন এলে হয় মুর্শিদরুপ প্রকাশনা
॥
পাবার আশে অমূল্যধন জীবন যৌবন সব সমর্পণ ।
আশা সিন্ধুর কূলে লালন আপন কিছু রাখলোনা
॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩১০