গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরু বিনে বান্ধব নাইরে আর
গুরু বিনে বান্ধব নাইরে আর ।
নিদানের কাণ্ডারী গুরু ভবপাড়ের কর্ণধার ॥
গুরু নামের মেঘ সাজায়ে থাকো রে মন চাতক হয়ে ।
যদি গুরু দয়া করে ঘুচবে মনের অন্ধকার ॥
গুরু অনুরাগী যেজন কাজ কিরে তার ভজন সাধন ।
রুপ নগরে করে আসন পায় সে মহাধন অপার ॥
সিরাজ সাঁই কয় লালন ওরে গুরু বিনে ধন নাই সংসারে ।
কাঙ্গালের কাঙ্গালী গুরু বাস করে ভক্তের দ্বার ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৬৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা