গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরু বিনে কি ধন আছে
গুরু বিনে কি ধন আছে ।
কি ধন খুজিস ক্ষ্যাপা কার কাছে ।।
বিষয় ধনের ভরসা নাই ধন বলিতে গুরু গোসাঁই ।
যে ধনের দিয়ে দোহাই ভব তুফান যাবে বেঁচে ।।
পুত্র পরিবার বড়ো ধন ভুলেছো এই ভবের ভুবন ।
মায়ায় ভুলে অবোধ মন গুরুধনকে ভাবলি মিছে ।।
কী ধরণের কী গুণপনা অন্তিমকালে যাবে জানা ।
গুরুধন এখন চিনলেনা নিদানে পস্তাবি পিছে ।।
গুরুধন অমূল্য ধনরে কুমনে বুঝলিনা হারে ।
সিরাজ সাঁই কয় লালন তোরে নিতান্ত প্যাচোয় পেয়েছে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩২১