গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরু বিনে সন্ধান কে জানে
গুরু বিনে সন্ধান কে জানে ।
সে ভেদ জাহের নয় তা বাতেনে ॥
সুধার কথা লোকে বলছে সুধা আছে গুরুর কাছে জানগে উদ্দিশে ।
সুধানিধি দেখতে পাবি ভক্তি দাও ঐ চরণে ॥
বারো মাসে তেরো তিথি সে সে চাঁদে নাই অমাবস্যে ভজনে স্থিত সে ।
মাসে মাসে জোয়ার আসে চন্দ্র উদয় সেইখানে ॥
রোহিনীর চাঁদ কপালেতে রয় নীলপদ্মে কৃষ্ণের আসন হয় বসে সেবা নেয় ।
লালন ভনে ভরা গাঙ্গে আত্মতত্ব নাই মনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩২২