গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরু দেখায় গৌর তাই দেখি কি গুরু দেখি
গুরু দেখায় গৌর তাই দেখি কি গুরু দেখি ।
গৌর দেখতে গুরু হারাই কোনরুপে দিই আঁখি ।।
গুরু গৌর রইলো দুই ঠাই কীরুপে একরুপ করি তাই ।
এক নিরুপন না হলে মন সকলই হবে ফাঁকি ।।
প্রবর্তের নাই উপাসনা আন্দাজে কি হয় সাধনা ।
মিছে সদাই সাধুর হাটায় নাম পাড়ায় সাধক ই ।।
একরাজ্যে দুইজন রাজা কারে বা কর দেবে প্রজা ।
লালন পলো তেমনই গোলে খাজনা তো রইলো বাকী ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩১৮