গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরু ধরো করো ভজনা
গুরু ধরো করো ভজনা ।
তবে হবে তোর সাধনা ।
তোমার বাড়ি হয় কাচারি হাকিম হলো খোদা বারি ॥
বেলায়েত হয় জজ কোট ফৌজদারী উকিল ব্যারিষ্টার এই ছয়জনা
বিসমিল্লার পর হবে আপীল ইল্লাল্লাহুতে জামিন দাখিল ।
এই মামলায় করোনা গাফেল খালাস করবে গুরুজনা ॥
পিছে আছে ছয়জন আমলা তারাই শুধু বাঁধায় মামলা ।
খেয়েছো কি রস লেবু কমলা এই মামলায় খালাস পাবা না ॥
লালন বলে দৌড়াদৌড়ি বন্ধ আছে মায়াবেড়ি ।
কার জন্য বা এ ঘরবাড়ি বলতে আমার বাক সরেনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা