গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরু দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে
গুরু দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে ।
তোমার দয়া বিনে চরণ সাধিবো কী মতে ॥
তুমি যারে হও গো সদয় সে তোমারে সাধনে পায় ।
দেহের বিবাদীগণ সব বশে রয় তোমার কৃপাতে ॥
যন্তরে যন্তরি যেমন যে বোল বাজাও বাজে তেমন ।
তেমনই যন্তর হও আমার মন বোল তোমার হাতে ॥
জগাই মাধাই দস্যু ছিলো তারে প্রভুর দয়া হলো ।
লালন পথে পড়ে রইলো ঐ আশাতে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৬৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩১৯