গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরু গো মনের ভ্রান্তি যায়না সংসারে
গুরু গো মনের ভ্রান্তি যায়না সংসারে ।
ভ্রান্ত মন করো শান্ত শান্ত হয়ে রই ঘরে ॥
একটি কথা আনকা শুনি পিতাপুত্র এক রমণী ।
কোনখানে রেখেছে ধনী বলো দেহের মাঝারে
॥
আহার নাই সে উপবাসী নিত্য করে একাদশী ।
প্রভাতে হয় পূর্ণশশী পূর্ণিমার চাঁদ অন্ধকারে
॥
ছেষট্টি দিনে এক ছেলে হলো সেই ছেলে বাজারে গেলো ।
লালন মহাগোলে পলো ফিরছে রে জীবের দ্বারে
॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩১৬