গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরুপদে ডুবে থাকরে আমার মন
গুরুপদে ডুবে থাকরে আমার মন ।
গুরুপদে না ডুবিলে হবেনা ভজন সাধন ॥
গুরুশিষ্য এমনই ধারা চাঁদের কোলে থাকে তারা ।
আয়নাতে লাগিয়ে আরা দেখে তারা ত্রিভুবন
॥
শিষ্য যদি হয় কায়েমী কর্ণে পায় তার মন্ত্রদানি ।
নিজগুণে পায় চক্ষুদানি নইলে অন্ধ দু নয়ন
॥
ঐ দেখা যায় আনকা নহর অচিন মানুষ অচিন শহর ।
সিরাজ সাঁই কয় লালনরে তোর জনম গেলো অকারণ
॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা