গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরুপদে মতি আমার কই হলো
গুরুপদে মতি আমার কই হলো ।
আজ হবে কাল হবে বলে কথায় কথায় দিন গেলো ॥
ইন্দ্রিয়াদি সব বিবাদী সদাই বাঁধায় কলহ ।
তারা কেউ শোনেনা কারো কথা উপায় কি করি বলো ॥
যে রুপ দেখি তাইতে আঁখি হয়ে যায় মন বেভুলো ।
দীপের আলো দেখে যেমন পতঙ্গ পুড়ে মলো ॥
কী করিতে এলাম ভবে কী করে জনম গেলো ।
লালন বলে যজ্ঞের ঘৃত সকলই কুত্তায় খেলো ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩২৮