গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরুশিষ্য হয় যদি একতার
গুরুশিষ্য হয় যদি একতার ।
শমন বলে ভয় কীরে আর ॥
গঙ্গার জল গেড়োয় থাকলে সে জল কি ফুরায় সেচলে ।
অমনি তারে তার মিশালে হয় অমর ॥
শুনি সুজল ধরে মেশার লক্ষণ করিতে হয় তার অন্বেষণ ।
মনরে ভুলোনা সাধন এবার ॥
মেশার সন্ধান জেনে মেশোগে ত্বরায় বরখাস্ত হোক শমন রায় ।
অধীন লালন বলে তা কি হায় ঘটবে আমার ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা