গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরুশিষ্য হয় যদি একতার
গুরুশিষ্য হয় যদি একতার ।
শমন বলে ভয় কীরে আর ॥
গঙ্গার জল গেড়োয় থাকলে সে জল কি ফুরায় সেচলে ।
অমনি তারে তার মিশালে হয় অমর ॥
শুনি সুজল ধরে মেশার লক্ষণ করিতে হয় তার অন্বেষণ ।
মনরে ভুলোনা সাধন এবার ॥
মেশার সন্ধান জেনে মেশোগে ত্বরায় বরখাস্ত হোক শমন রায় ।
অধীন লালন বলে তা কি হায় ঘটবে আমার ॥

তথ্য