গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরু সু ভাব দাও আমার মনে
গুরু সু ভাব দাও আমার মনে ।
তোমার চরণ যেন ভুলিনে ॥
তুমি নির্দয় যার প্রতি সদাই তার ঘটে কুমতি ।
তুমি মনোরথের সারথি যেথা লও যাই সেখানে ॥
গুরু তুমি মনের মন্ত্রী গুরু তুমি তন্ত্রের তন্ত্রী ।
গুরু তুমি যন্ত্রের যন্ত্রী না বাজাও বাজবে ক্যানে ॥
জন্মান্ধ আমার নয়ন তুমি বৈদ্য সচেতন ।
অতি বিনয় করে বলে লালন জ্ঞানাঞ্জন দাও মোর নয়নে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৭১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩২৪