গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরুবস্তু চিনে নে না
গুরুবস্তু চিনে নে না ।
অপারের কাণ্ডারি গুরু তা বিনে কেউ কূল পাবেনা ॥
হেলায় হেলায় দিন ফুরালো মহাকালে ঘিরে এলো ।
আর কতকাল বাঁচবে বলো রঙমহলে পলে হানা
॥
কি বলে এই ভবে এলি কী না কর্ম করে গেলি ।
মিছে মায়ায় ভুলে রলি সে কথা তোর মনে হয়না
॥
এখনও চলছে পবন হতে পারে কিছু সাধন ।
সিরাজ সাঁই কয় অবোধ লালন এবার গেলে আর হবেনা
॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩২০