গীতিকার: লালন ফকির
শিরোনাম: গুরুকে ভজনা করো মন ভ্রান্ত হয়োনা
গুরুকে ভজনা করো মন ভ্রান্ত হয়োনা ।
সদাই থেকো সচেতনে অচেতনে ঘুমাইয়োনা ॥
ব্যাধে যখন পাখি ধরতে যায় নয়ন তার উর্দ্ধপানে রয়
এক নরিখে চেয়ে থাকে পলক ফিরায় না ।
আঁখি নড়লে পাখি যাবে নয়নে পলক মেরোনা ॥
ছিদ্র কুম্ভে জল আনতে যায় তাতে জল কি মতে রয়
আসা যাওয়ার দেরী হলে পিপাসায় যায় প্রাণ ।
মন তোর আসা যাওয়ায় দিন ফুরালো গুরুমতি ঠিক হলোনা ॥
নারকেলে জলের সঞ্চার তার কি আচার কি ব্যাবহার
রসে পরিপূর্ণ দেখতে চমৎকার গোপনে যার গোপীকে ভজনা ।
সেই জানে জলের মর্ম লালন কয় আপন দেহের খবর নিলেনা ॥

তথ্য